Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনৈতিক কাজে বাধ্য করায় ৪ জন গ্রেফতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

এক নারীকে বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে বাসায় আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশী থানার আল ফালাহ গলির একটি ভবনে অভিযান চালিয়ে এক সন্তানসহ ওই নারীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খালেদা মোস্তারী ওরফে সুমা (৫০), তার মেয়ে তাসমিয়া বিনতে জয়নাল (৩০), দিদারুল আলম (৪০) ও খায়রুল আনোয়ার (৪৮)। খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গত ১০ সেপ্টেম্বর প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন বছর বয়সী সন্তানকে নিয়ে কুমিল্লার দাউদকান্দির বাড়ি থেকে বের হন ওই নারী। গৌরিপুর বাসস্ট্যান্ডে খালেদার সঙ্গে তার দেখা ও কথাবার্তা হয়। আলাপে ঘটনা জানার পর খালেদা তাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে নগরীতে নিয়ে আসেন। পরে তাকে আল ফালাহ গলির বনানী বিল্ডিংয়ের তৃতীয় তলার ফ্ল্যাটে আটকে রাখা হয়। অপর তিন আসামির মিলে বিভিন্ন জনের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হতে তাকে বাধ্য করত বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। ওই নারী সুযোগ পেয়ে কৌশলে টেলিফোনে বিষয়টি তার এক ভাইকে জানালে তাকে নিয়ে ওই বাসায় অভিযান চালানো হয় বলে ওসি জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ