Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবরি মসজিদ রায়ের প্রতিবাদে নিন্দা প্রস্তাব গ্রহণ করুন

বিক্ষোভ সমাবেশে আল্লামা নূর হোছাইন কাশেমী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী সভাপতি আল্লামা নূর হোছাইন কাশেমী বলেছেন, ভারতীয় আদালত বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণে মুদি সরকারের আজ্ঞাবহ রায় দিয়েছে। মুসলিম উম্মাহ এ রায় কোনো অবস্থাতেই মেনে নেবে না। তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেন, বাবরি মসজিদ নিয়ে ভারতীয় আদালতের রায়ের প্রতিবাদে নিন্দা প্রস্তাব গ্রহণ করুন। যদি নিন্দা প্রস্তাব করতে ব্যর্থ হন তাহলে ধরে নেব এই সরকার জনগণের সরকার নয়।
গতকার শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে বাবরি মসজিদ নিয়ে রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বের বক্তব্যে আল্লামা নূর হোছাইন কাশেমী এসব কথা বলেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, হেফাজতে ইসলাম মহানগরী শীর্ষ নেতা মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মামুনুল হক, মাওলানা অধ্যাপক আব্দুল করিম, মাওলানা আহমদ আলী কাশেমী, মাওলানা সাইফুল ইসলাম, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা রাকিবুর হাসান, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী আব্দুস সাত্তার, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা ফয়সাল আহমদ ও মাওলানা শরিফ উল্লাহ। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতী ফখরুল ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নেতা এ কে এম আশরাফুল হক।
আল্লামা নূর হোছাইন কাশেমী বলেন, দীর্ঘ ৫০০ বছর আগে বাবরি মসজিদ নির্মিত হয়েছে। ভারতীয় উগ্রবাদীরা ১৯৯২ সালে এই ঐতিহাসিক মসজিদকে শহীদ করেছে। তিনি বলেন, বাবরি মসজিদের স্থানে কোনো দিন মন্দির বানানোর সুযোগ দেয়া হবে না। তিনি ওআইসিসহ বিশ্ব মুসলিমকে বাবরি মসজিদ পুনর্নির্মাণের এগিয়ে আসার আহŸান জানান। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে হেফাজতের আমীর আল্লাম শাহ আহমদ শফির পরামর্শ নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আল্লামা নূর হোছাইন কাশেমী। মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, হিন্দু ঐতিহাসিকরাই ঘোষণা করেছেন, ভারতে রাম বলতে কেউ ছিল না। একটি কল্পিত চরিত্রকে সামনে নিয়ে রামমন্দিরের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে আদালতের রায় মুসলিম উম্মাহ প্রত্যাখ্যান করেছে। আল্লামা ড. ঈসা শাহেদী বলেন, যতদিন পর্যন্ত বাবরি মসজিদ পুনর্নির্মাণ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি বাবরি মসজিদ নিয়ে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে নগরীতে মিছিল বের করা হয়।



 

Show all comments
  • নীল প্রজাপতি ১৬ নভেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    আরে রাখেন মিয়া আপনার নিন্দা প্রস্তাব। আমি টেনশনে আছি কখন প্রশংসা প্রস্তাব পাশা হয় সংসদে!!!
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ১৬ নভেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    দেশে মুসলিম সরকার থাকলে এই দাবি জানালে কাজে আসতো!! কিন্তু..........
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ১৬ নভেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    আমাদের ভোটারবিহীন সরকারের সেই সামর্থ নেই যে, ভারতের রায়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবে। আনলে রাতারাতি সরকার পতন!!!
    Total Reply(0) Reply
  • নাঈম বি এস এল ১৬ নভেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    হেফাজতে ইসলামকে ধন্যবাদ। অন্তত আপনারা আপনাদের দাবি তো জানিয়ে যান। এছাড়া আর কি করার আছে।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ১৬ নভেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
    অবশ্যই নিন্দা প্রস্তাব আনতে হবে। রায়ের নামে প্রহসনের প্রতিবাদ করতে হবে।
    Total Reply(0) Reply
  • জাহিদ ১৬ নভেম্বর, ২০১৯, ৬:৪৩ এএম says : 0
    নীল প্রজাপতি! তোর কালার লাল বানিয়ে দেব রে ...... ।
    Total Reply(0) Reply
  • জাহিদ ১৬ নভেম্বর, ২০১৯, ৬:৪৫ এএম says : 0
    হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ কে বলব: অবিলম্বে ভারতের বাবরী মসজিম অভিমুখে লংমার্চের ঘোষণা দিন ।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ১৬ নভেম্বর, ২০১৯, ৭:০৪ এএম says : 0
    আমি নিন্দা জানাই এই সকল ভারতীয় মানুষ নামের অমানুষদেরকে। আর নিন্দা জানাই এই সমস্থ আলীম নামের জালীমদেরকে বুজে আর না বুজে টাকায় বিক্রি হয়। আর কথা কয় সে নিজেই বুজে না। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ১৬ নভেম্বর, ২০১৯, ৮:৩০ এএম says : 0
    Present Awami Govt has no gut to even discuss about it in the parliament.
    Total Reply(0) Reply
  • goljar hanif ১৬ নভেম্বর, ২০১৯, ৪:০২ পিএম says : 0
    মুসলমান বীরের জাতি কোথা তোমরা প্রতিবাদ করোনা কেন? তোমাদের কি হয়েছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ