পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,আগামী এক সপ্তাহের মধ্যে পিঁয়াজের দাম ৪০টাকা কেজি না হলে শেখ হাসিনাকে আমি(কাদের)টেনে হেঁচড়ে নামাবো। শেখ হাসিনা রাত জেগে সকল মন্ত্রনালয়ের খবর নেন আর খালেদা জিয়া সকাল ৮টা পর্যন্ত ঘুমান বলে শেখ হাসিনা বলেন-তাহলে তিনি রাত জেগেও ক্যাসিনোর খবর পাননি। তিনি বলেন,ছাত্রলীগ-যুবলীগ কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয় না,শেখ হাসিনা সভাপতি-সম্পাদক বানান- তাদের অপকর্মের দায় তিনি এড়াতে পারেন না। শুক্রবার সন্ধ্যায় সখিপুর কাদের সিদ্দিকীর সখিপুর বাসায়(দীপ কুড়ি কুশি কুটির) ভোট ডাকাতির প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমএ সবুর(মেম্বার) এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক,ইকবাল সিদ্দিকী,কুড়ি সিদ্দিকী, এ্যাড.রফিকুল ইসলাম,দুলাল হোসেন,আলমগীর সিদ্দিকী ,অধ্যাপাক নাজমুল হাসান প্রমুখ। জনাব কাদের সিদ্দিকী বলেন, থুথু উপরের দিকে ফেললে নিজের উপর পড়ে,তাই শেখ হাসিনা সম্পর্কে অনেক কিছু বলার ছিল-বলতে পারলাম না। তিনি বলেন, তারেক রহমানকে নেতা বানাব না বলে ঐক্যফ্রন্ট ত্যাগ করেছি। তিনি আরো বলেন,্এই হাসিনা সরকার আর একটি আসন নয় ৩০০টি আসনেই ভোট ডাকাতি করেছে। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৫নবেম্বর টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল)আসনের উপ-নির্বাচনে তৎকালীন সরকার ব্যাপাক ভোট কারচুপি করেন এবং বড়চওনা ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে কয়েকজন ভোটার আহত ও পঙ্গুত্ববরন করেন। এরপর থেকেই প্রতিবছর কাদের সিদ্দিকী ১৫নবেম্বর ভোট ডাকাতি দিবস হিসাবে পালন করে আসছেন। তবে প্রতি বছর বড় জনসভা ও জাতীয় নেতাদের এদিন হাজির করলেও এবার ঘরোয়াভাবে পালন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।