পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া, নাতে রসুল (সা.) এর আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, রেজিস্ট্রার এ. এস. মাহমুদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস অধ্যক্ষ ড. মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর।
অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত মাদরাসার শিক্ষার্থীরা হামদ ও নাতে রসুল (সা.) পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের সার্বিক উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, উপ-রেজিস্ট্রার ড. মোঃ আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।