পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের ইতিহাসে টেনিস খেলার সবচেয়ে বড় আয়োজন শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস শুরু হয়েছে বুধবার। খুলনার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টর উদ্বোধন করেন তিনি।
খুলনা সার্কিট হাউস সংলগ্ন শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স প্রাঙ্গণে থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য শেখ হলাল উদ্দিন, সেখ সালাহউদ্দিন জুয়েল, আব্দুস সালাম মুর্শেদী ও মোঃ আক্তারুজ্জামান বাবু, খুলনার বিভাগীয় কমিশনর ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, সরকারি কর্মকর্তা, বিদেশি খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খুলনা থেকে টুর্নামেন্টের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এই খেলায় বাংলাদেশ সহ ১৯টি দেশের ২১ ক্লাবের ৬৪ জন খেলোয়াড় অংশহগ্রহণ করছেন।
খেলাগুলো খুলনা সার্কিট হাউস শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস গ্রাউন্ড, অফিসার্স ক্লাব, খুলনা ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ডিআইজি টেনিস গ্রাউন্ডে হবে। এছাড়াও অতিরিক্ত হিসেবে জাহানাবাদ ক্যান্টনমেন্ট টেনিস গ্রাউন্ড প্রস্তুত রাখা হয়েছে। পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক- এই তিন বিভাগে খেলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।