Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদে গাউছুল আজমে ৩ দিনের মিলাদুন্নবী (স.) মাহ্ফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ইসলামী ধারার ভাবগাম্ভীর্য বজায় রেখে মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে তিন দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। গত রোববার মাহফিলে প্রথম দিনে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত না’তে রাসূল (স.) প্রতিযোগিতার পর মূল্যবান ওয়াজ করেন ঢাকা নেছারীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুফতি মাওলানা কাফীল উদ্দীন সরকার ছালেহী এবং উত্তর মনিপুরীপাড়া জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা লুৎফর রহমান।
দ্বিতীয় দিন সোমবার বাদ আসর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পর বয়ান করেন গাজীপুর মুর্শিদনগর দরবার শরীফের পীর সাহেব প্রিন্সিপাল আব্দুল হাকিম জেহাদী নকশবন্দী এবং মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মুফতি মাওলানা মাহবুবুর রহমান। গতকাল বাদ আসর ওয়াজ করেন মসজিদে গাউছুল আজম-এর পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা নূরুল হক এবং তুরাগ দারুল ফালাহ্ ছালেহীয়া সাহেব আলী আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. মহিউদ্দীন আল আযহারী। বাদ এশা প্রথম ও দ্বিতীয় দিনে অনুষ্ঠিত না’তে রাসুল (সঃ) ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। সবশেষে মূল্যবান আলোচনা করে দুয়ার মাধ্যমে মহতী মাহফিলের সমাপ্তি করেন দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা ওসমানগণী ছালেহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ