Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান এইজ পত্রিকার ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

এশিয়ান এইজ পত্রিকার সম্পাদনা পরিষদের চেয়ারম্যান শোয়েব চৌধুরী, এডিটর-ইন চীফ ড. জেসমিন চৌধুরীসহ ৫জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের পরিচালক মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মানহানিকর সংবাদ পরিবেশন করায় তাদের বিরুদ্ধে মানহানির মামলা হয়।

গত ১১ নভেম্বর ঢাকার মহানগর মূখ্য হাকিমের আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন, পত্রিকাটির এডিটর-ইন-চার্জ সৈয়দ বদরুল আহসান, এডিটর-এট-লার্জ অভিরুক সেন, প্রকাশক মো. আল আমিন চৌধুরী এবং রিপোর্টার পি আর বিশ্বাস। মামলার বাদী প্রতিষ্ঠানের উপদেষ্টা লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার) আর্জিতে উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর দেশের ব্যাংকিংখাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বিকৃত, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত একটি একটি প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদন প্রকাশের ফলে দেশ ও বিদেশে মো. নজরুল ইসলাম মজুমদার হেয় প্রতিপন্ন হয়েছেন। তার মানহানী হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ