পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্থগিতাদেশ থাকার পরও মামলার বিচার কার্যক্রম চালানোয় কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারীকে তলব করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ তলব করেন।
গত ২৭ জুন আইনজীবী মো. সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বাদীর বাবা চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকার কাছ থেকে চাঁদা না পেয়ে মো. আতাহার আলী, সিরাজ উদ্দিন, লুৎফর রহমান ওরফে জমশেদ ও মো. জুবায়েরসহ ১৩ জন হামলা করেন। বাদী স্বয়ং আইনজীবী হওয়ায় তার প্রভাবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি এই মর্মে সিদ্ধান্ত নেয় যে, সমিতির সদস্যদের কেউ বাদী হয়ে মামলা করলে সে মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়তে পারবেন না। ওই আদালতে জামিনের আবেদন জানাতে না পেরে আসামিপক্ষ হাইকোর্টে জামিন চাইতে আসেন। শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলার ১ থেকে ১১ নম্বর আসামিকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। এছাড়া ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত জামিন দেন। মামলার কার্যক্রমও তিন মাসের জন্য স্থগিত করেন। এর পরেও মামলার কার্যক্রম চালিয়ে আসছিলেন বিচারক। এর পরিপ্রেক্ষিতে লুৎফর রহমান ওরফে জমশেদ ও মো. জুবায়ের হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানিতে বিচারককে তলব করলেন হাইকোর্ট। আদালতে বাদীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আতিকুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।