পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুলিশ সুপার হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ থেকে বিদায় নেয়ার পর প্রতিদিনই চাঞ্চল্যকর নানা তথ্য প্রকাশ পাচ্ছে। তবে সাহস করে ভুক্তভোগিদের কেউ কেউ মুখ খুললে তারা নাম প্রকাশ করতে রাজি হচ্ছেন না। তাদের, এসপি হারুন চলে গেলেও তার সহযোগী কিছু পুলিশ কর্মকর্তা এখনো নারায়ণগঞ্জে রয়ে গেছেন।
তারা সব কিছু মনিটরিং করছে। সুযোগ পেলে আবারো নানাভাবে হয়রানি করবে। এরমধ্যে ডিবিতে রয়েছে এসপি হারুনের অপকর্ম বাহিনীর বেশি সদস্য। এই সদস্যরা মাদক দিয়ে ফাঁসানো, অপহরণ, ছিনতাই ও ডাকাতি পর্যন্ত করতো। দিন-রাত জেলার বিভিন্ন এলাকায় তাদের হয়রানির শিকার হয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। টার্গেট টাকা। টাকার জন্য এসপি হারুন পাগল ছিলেন। এরজন্য তার মনে যা চাইতো তিনি তা-ই করতেন। ডিবির একাধিক টিম তার মিশন সাকসেস করতো প্রতিদিন।
এমনই একটি ঘটনার শিকার রূপগঞ্জের রূপসী পেট্রোল পাম্পের স্টাফ অলিউল্লাহ। ৩ অক্টোবর বেলা ১১টার দিকে পেট্টোল পাম্পের নিকট থেকে ডিবির একটি টিম অলিউল্লাহকে জোর করে গাড়িতে তুলে নেয়। তারপর তার হাতে হ্যান্ডকাফ পরানো হয়। অলিউল্লাহর সাথে থাকা ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় গাড়িতে থাকা ডিবির সদস্য। কিন্তু পরবর্তীতে তার হাতের হ্যান্ডকাফ খুলতে না পেরে হ্যান্ডকাফসহ তাকে নরসিংদী রোডে রাস্তার পাশে ফেলে দেয়। পরে সিকদার পেট্রোল পাম্পের লোকজন রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে অলিউল্লাহকে উদ্ধার করে।
সিকদার পেট্রোল পাম্পের সূত্রমতে, অলিউল্লাহ ঘটনার দিন ১৫ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে জমা দেন। পরে ব্যাংকে এক ব্যবসায়ী তেল নেয়ার জন্য অলিউল্লাহকে ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা দেয়। এই টাকা নিয়ে সে পাম্পে ফেরার সময় তাকে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যায়। ডিবির কাছে হয়তো তথ্য ছিল অলিউল্লাহর সাথে অনেক টাকা আছে। কিন্তু সে যে পাম্পের ১৫ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে ফিরছিল এটা হয়তো তারা জানতো না। সূত্রটি আরো জানায়, এমন ঘটনা নারায়ণগঞ্জ ডিবি অনেক ঘটিয়েছে। খোঁজ নিলে জানতে পারবেন।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসানের সাথে গত শনিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে এমন তথ্যের বাইরে গিয়ে আরো জানা যায়, ডিবির টিমগুলো তাদের গাড়িতে ইয়াবা, অস্ত্র, ফেনসিডিলসহ বেআইনী নানা কিছু রাখতো। পরে দাবিকৃত টাকা না দিলে যাকে যা দিয়ে ফাঁসানো যায় সেই ব্যবস্থা করতো। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার পর ছেড়ে দিতো। আর যে দিতো না বা তার কাছে চাহিদা মতো টাকা নেই তখন মিডিয়ার সামনে হাজির করে বাহাবা নিতো এসপি হারুন। মিডিয়াও ফলাও করে সেই সংবাদ প্রকাশ করতো। মোট কথা মিডিয়াকেও মাঝে মাঝে বোকা বানিয়েছে এসপি হারুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।