Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাভেল এজেন্সির মালিক আটক

রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে রাজধানীর বাসাবো এলাকার এক ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে মালিককে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আতিক (৫২)। গতকাল সোমবার বিকালে র‌্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসাবোর একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব-২ এর একটি দল। এ সময় ওই বাসায় থাকা আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, নগদ টাকা এবং পাসপোর্ট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ