পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করবেন। প্রেসিডেন্টর প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়মিত ফ্লাইট (বিজি-৭১) প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ দুপুরে নেপালের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবে।
ফ্লাইটটি ঐদিন স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমান বন্দরে প্রেসিডেন্ট অভ্যর্থনা জানাবেন। নেপাল সফরকালে প্রেসিডেন্ট মেরিয়ট কাঠমান্ডুতে অবস্থান করবেন।
সফরকালে প্রেসিডেন্ট নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের সম্মানে ভোজসভার আয়োজন করবেন। সফরকালে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপার্সন ও পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া প্রেসিডেন্টর নেপালের বেশ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট হামিদ পোখারা এবং কাঠমান্ডু ভ্যালিতে ঐতিহাসিক, প্রত্মতাত্তি¡ক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। প্রেসিডেন্টর ১৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।