Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবরি মসজিদ রায় বিশ্ব মুসলিম প্রত্যাখ্যান করেছে

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় ভারতের সুপ্রিম কোর্টের রায় বিশ্ব মুসলিম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ রায় গোটা মুসলিম সমাজকে ব্যথিত ও মর্মাহত করেছে। উগ্র হিন্দুত্ববাদীদের চাপের কাছে আদালত নতি স্বীকার করে রায় দেয়ায় দেশটিতে নতুন করে সা¤প্রদায়িক দাঙ্গার সুযোগ সৃষ্টি হতে পারে।
বাবরি মসজিদ রায়ের প্রতিক্রিয়ায় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ সভা সমাবেশ ও পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেছেন। বারবি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইসলামী আন্দোলন : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় ভারতের সুপ্রিম কোর্টের রায় দেশটিতে নতুন করে সা¤প্রদায়িক দাঙ্গার সুযোগ সৃষ্টি হবে। উগ্র হিন্দুত্ববাদীদের চাপের কাছে আদালত নতি স্বীকার করে দেয়া এ রায় বিশ্ব মুসলিম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেলে শরীয়তপুর জেলা সদর মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস : খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগর বলেছেন, ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায় দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট মুসলমানদের হৃদয়ে কঠিন আঘাত হেনেছে। আমরা এ রায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রোববার বাদ যোহর পল্টন মোড়ে খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী। এর আগে এক বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয়।
ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, বাবরি মসজিদ ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর সাথে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতির সম্পৃক্ততা বিদ্যমান। তাই বাবরি মসজিদ সম্পর্কিত রায়ের ভয়ঙ্কর পরিস্থিতিতে বিশ্বের মুসলমানরা অত্যন্ত বিচলিত, চিন্তিত ও স্তম্ভিত। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে বিজেপি সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : বাবরি মসজিদের জায়গায় রামমন্দির প্রতিষ্ঠার ভারতের সুপ্রিম কোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট সা¤প্রদায়িক রায় উল্লেখ করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। নেতৃদ্বয় বলেন, এই রায় প্রদানে আইনের ন্যূনতম নীতি অনুসরণ করেনি ভারতের সুপ্রিম কোর্ট, বরং এই রায়ে অকাট্য প্রমাণ ও প্রামাণ্য দলিল ছাড়া বেআইনিভাবে উগ্র হিন্দুত্ববাদীদের স্বপ্ন পূরণ করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বেআইনিভাবে জায়গার মালিকানা বদলের সাথে সংবিধান কর্তৃক ধর্মীয় স্বাধীনতা রক্ষার অঙ্গীকারকেও মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে।
নেজামে ইসলাম পার্টি : নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, বাবরি মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তাতে মূলত দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের দীর্ঘদিন ধরে চলা আগ্রাসনের আইনি বৈধতা দেয়া হয়েছে। তারা বলেন, ঐতিহাসিক বাবরি মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা লাগিয়ে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা।
জাতীয় তাফসীর পরিষদ : জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, প্রকাশ্য দিবালোকে যারা বাবরি মসজিদ মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছিল, তাদের শাস্তির বিধান কার্যকর না করে ভারতের আদালত তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। বিশ্ব মুসলিম এটা সহজভাবে নেবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ