Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঈনউদ্দিন খান বাদলের দাফন সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ঢাকা ও চট্টগ্রামে চার দফা নামাজে জানাযা শেষে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাতে গ্রামের বাড়ি বোয়ালখালীর সরোয়াতলীতে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার আগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাযা। তার আগে পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলকে গার্ড অব অনার দেয়া হয়।

জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাহফুজুর রহমান মিতা, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন প্রমুখ অংশ নেন। বৃহস্পতিবার ভোরে ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

এর আগে মঈনউদ্দীন খান বাদলের প্রথম জানাযা গতকাল সকালে জাতীয় সংসদ ভবনের টানেলে অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও শ্রদ্ধা জানান জাসদের এই নেতার প্রতি। প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে সংসদের সব হুইপও ফুলেল শ্রদ্ধা জানান। তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

পরে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার ছেলে তাইমুর নূর। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব এস এম শামিম উজ জামান প্রয়াত বাদলের কফিনে শ্রদ্ধা জানান।
বাদলের জানাযায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাবুদ্দিন, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, ফজলে নূর তাপস, এ বি তাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফিজার, নজরুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম শিমুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ