Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজধানীতে গত দুইদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ঢাকা শহরের বিভিন্ন এলাকার অলি-গলিসহ সড়কে পানি জমে কাঁদা-পানিতে একাকার হয়ে গেছে। শনিবার সকাল থেকে থেমে থেমে, কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সরকারি ছুটির দিনেও গতকাল বিভিন্ন প্রয়োজনে মানুষ রাস্তায় নেমেই ভোগান্তিতে পড়ে।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজধানী ঢাকায় গত দুইদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার দিনভর এর প্রভাবে আকাশ মেঘলা ছিল। হিমেল বাতাসের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যান্য ছুটির দিন শনিবার বিভিন্ন শপিং মল ও মার্কেটে বিপুল সংখ্যক ক্রেতার সমাগম হলেও বিরূপ আবহাওয়ার কারণে ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হননি।
থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় নগরীর প্রধানসড়ক বিভিন্ন রাস্তাঘাট স্যাঁতস্যাঁতে ও কর্দমাক্ত হয়ে ওঠে। জীবিকার তাগিদে কিংবা ব্যক্তিগত কোনো কাজে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারলেও ছাতা ছাড়া যারা বের হয়েছিলেন তারা পড়েন বিপাকে। অনেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেই গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

গতকাল বিকালের পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিরূপ আবহাওয়ার কারণে রাস্তাঘাটে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া হাঁকছেন। গণপরিবহনগুলোতে ওঠার জন্য অসংখ্য নারী-পুরুষের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি অবস্থা।
ফুটপাথের হকারদের বেচাকেনায় প্রভাব পড়ে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ক্রেতা কম এবং পণ্য ভিজে যাওয়ার ভয়ে অনেকেই দোকান খোলেনি। যারা খুলেছেন তারাও দোকানপাট গুটিয়ে বৃষ্টি থামার অপেক্ষায় থাকতে দেখা গেছে।
রাজধানীর শান্তিনগর, মালিবাগ, আগারগাঁও, মিরপুর, যাত্রাবাড়িসহ বেশকিছু এলাকা ও সড়কে বৃষ্টির কারণে যানবাহল চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এদিকে গুঁড়ি গুঁড়ি আর হালকা ভারি বৃষ্টি মাথায় নিয়ে শনিবারের বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজিবীরাসহ নানা প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়েছে নগরবাসীকে। বৃষ্টিতে কাঁদা-পানি একাকার হয়ে যাওয়ার কারণে জুতা খুলে যাতায়াত করতে দেখা গেছে অনেককে। কাঁদা-পানি পার হয়ে বাসে উঠা-নামা করার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ