পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্ধারিত সময়ে পুরাতন কমিউনিটি ক্লিনিকগুলো ভাঙার কাজ শেষ করতে না পারায় নতুন ২৫টি ক্লিনিক নির্মাণের জন্য বরাদ্দকৃত প্রায় সাড়ে ৬ কোটি টাকা ফেরত যাবার আশঙ্কা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে স্বাস্থ্য বিভাগ কর্মকর্তাদের চরম গাফিলতি ও উদাসীনতার কারণেই এমন আশঙ্কার মুখে পড়তে হয়েছে বলছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ২৪টি ও ফুলপুর উপজেলায় একটিসহ মোট ২৫টি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাদ্দ দেয়। এরপর গত ৩ এপ্রিল ভবন নির্মাণ কাজের টে-ার আহবান করে সংশ্লিষ্ট ঠিকাদারগণকে করে কার্যাদেশ দেয়া হয়। এর আগে ময়মনসিংহ সিভিল সার্জন বিভাগকে সরকার ঘোষিত ২৫টি পুরাতন কমিউনিটি ক্লিনিক নিলাম নোটিশ দিয়ে ভেঙে দেয়ার দ্বায়িত্ব দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও সিভিল সার্জন কর্তপক্ষ পুরাতন ক্লিনিক ভাঙার বিষয়ে কোন ধরনের কার্যক্রম গ্রহণ করেনি। স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গত ৪ মাস ধরে বলার পরেও নান্দাইল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডা. এনামুল হক পুরাতন ভবন গুলো নিলামের মাধ্যমে ভাঙার কোন উদ্যোগ গ্রহণ করেননি। এই গাফিলতি ও চরম উদাসীনতার কারণে ২৫টি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এবিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার বলেন, স্বাস্থ্য সেবা বিভাগকে পুরাতন ক্লিনিক ভবন নিলাম নোটিশে ভাঙার জন্য সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন মন্ত্রণালয়। কাজেই তারা নিলাম নোটিশ না করলে আমাদের করার কিছু নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।