পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নেত্রকোনার কলমাকান্দায় একটি শিয়ালের কামড়ে দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে রংছাতি ইউনিয়নের মণিপুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মণিপুর পাড়ার ওয়াজেদ আলী (৪৫), মো. নজরুল ইসলামের মেয়ে তামান্না আক্তার (১৫), সন্দেশ আলীর স্ত্রী সোনা বানু (৫০), আবদুর মজিদ (৫০), সোনা মিয়া (৪৮) ও মো. আল আমিনের স্ত্রী পারভিনা আক্তার (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে মণিপুর পাড়া গ্রামের কৃষক ওয়াজেদ আলী নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি শিয়াল এসে প্রথমে তাকে কামড় দেয়।
ওয়াজেদ আলীর চিৎকারে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে এলে ওই শিয়াল একে একে আরও পাঁচজনকে কামড়ে দেয়। শিয়ালটি দৌঁড়ে গোয়াল ঘরে ঢুকে সেখানে থাকা একটি গরুকে কামড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের জলাতঙ্ক রোগের প্রতিষেধক ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই হাসপাতালে জলাতঙ্কের কোনো প্রতিষেধক ইনজেকশন নেই। গতকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনা শহরের বাইরের দোকান থেকে ওষুধ সংগ্রহ করে শিয়ালের কামড়ের শিকার লোকজনকে ইনজেকশন দেওয়া হয়।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের কোনো ধরনের প্রতিষেধক ইনজেকশনের সরবরাহ নেই। এ জন্য শিয়ালে কামড় দেওয়া ব্যক্তিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গিয়ে প্রতিষেধক ইনজেকশন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।