Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার আফতাবনগরে মার্কেন্টাইল ব্যাংকের ১৪০তম শাখা উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৫:৩৩ পিএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘আফতাবনগর শাখা’ বুধবার (৬ নভেম্বর) উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৪০তম শাখা। ব্যাংকের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম প্রধান অতিথি থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান শহীদুল আহ্সান, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্ল­াহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন চৌধুরী, পরিচালক মোশাররফ হোসেন ও এম এ খান বেলাল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, ফরাজী হসপিটাল লি. এর চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন প্রমূখ।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আফতাবনগর শাখা প্রধান মো. আমিনুল ইসলাম অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিওও ড. মো. নুরুল ইসলাম, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। মার্কেন্টাইল ব্যাংকের আফতাবনগর শাখা পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, প্রধান কার্যালয় ভবন (২য় তলা) জহুরুল ইসলাম এভিনিউ, সড়ক নং-৩, ওয়ার্ড নং-৩৭, আফতাবনগর থানা-বাড্ডা, ঢাকা-তে অবস্থিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ