পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভুয়া বিল ভাউচারে কোটি টাকা লোপাটসহ দুর্নীতির অভিযোগ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদফতরের একজন কর্মকর্তার বিরুদ্ধে। সেই মামলায় তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমন একজন কর্মকর্তাকে সফর সঙ্গীকরে ‘নাইরোবী সামিটে’ যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রী এবং মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব।
পরিবার পরিকল্পনা অধিদফতরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ (আইইএম) ইউনিটের পরিচালক এই কর্মকর্তার নাম আশরাফুন্নেছা। তার বিরুদ্ধে বিভিন্ন কর্মশালার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটে দুর্নীতির অনুসন্ধানে অভিযান চালিয়েছে। আশরাফুন্নেসার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
অথচ এই কর্মকর্তাকে নিয়েই আগামী ১২ থেকে ১৪ নভেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে ‘দ্য নাইরোবি সামিট অন আইসিপিডি ২৫ : অ্যাসেলারেটিং দ্য প্রমিজ’ অনুষ্ঠেনে যোগ দেবেন মন্ত্রী -সচিব। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি)’ এর ২৫তম সম্মেলনে বাংলাদেশ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য তিনি। গত রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নাইরোবি সামিটে অংশগ্রহণের জন্য মনোনীতদের তালিকার আদেশ জারি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে এই সফরে আরও অংশ নেবেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব সুপ্রিয় কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের পরিচালক আশরাফুন্নেসা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ওয়াহেদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব এস এম আহসানুল আজিজ এবং পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রব।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বর্তমানে মালয়েশিয়া সফরে রয়েছেন। অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে বিদেশ সফরের বিষয়ে জানতে চাইলে শেখ ইউসুফ হারুন বলেন, আমি এখন এটা নিয়ে কোন মন্তব্য করব না। আমি এখন দেশের বাইরে কুয়ালালামপুরে আছি। আমি ৬ নভেম্বর দেশে ফিরব, এরপর এ বিষয়ে কথা বলা যাবে।
অপরদিকে দৈনিক ইনকিলাবে পরিবার পরিকল্পনা অধিদফতরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ (আইইএম) ইউনিটের পরিচালক আশরাফুন্নেছার নানা অনিয়ম সম্পর্কিত সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ওই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও কিভাবে বিদেশ সফরে যাচ্ছেন এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিদেশ ভ্রমণের বিষয়টি সচিব দেখছেন। তার (আশরাফুন্নেছা) বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।