পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাবের আয়ের টাকায় দেশের বহু মসজিদ, মাদরাসা, এতিমখানা চলে মন্তব্য করে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ইনকিলাব হচ্ছে স্বাধীন মত প্রকাশের মূর্ত প্রতীক। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবার অগ্রযাত্রার প্রতিধ্বনি। মজলুম মানুষের মুখপত্র দৈনিক ইনকিলাবের সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে ইনকিলাবের মুখ বন্ধ রাখা যাবে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর আসাদগেটস্থ দলীয় কার্যালয়ে ২৯ নভেম্বর জাগপার জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে দুদকের মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মনে রাখবেন ইনকিলাব সম্পাদক দুর্নীতিবাজ নন; তিনি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। হাজারো প্রতিক‚লতার মধ্যেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এক চুলও ছাড় দেন না। তিনি দেশের আলেম সমাজের নেতৃত্ব দেন। তার প্রতিষ্ঠানের আয়ের উৎস হতে দেশের বহু মসজিদ, মাদরাসা, এতিমখানা পরিচালিত হয়। সুতরাং দুদকের মামলা ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের নামান্তর।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান আরো বলেন, সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযানকে আমরা স্বাগত জানাই। কিন্তু অভিযানের নামে নিরপরাধ প্রতিষ্ঠান-মিডিয়া এবং প্রতিষ্ঠানের কর্ণধারকে হয়রানি করা ঠিক নয়। তিনি আফসোস করে বলেন, দুর্নীতির বস্তা ও পিকআপ ভর্তি টাকার মালিক কারা? দেশবাসী আজো জানতে পারেনি। কারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিক পঙ্গু বানাতে চায়? তাদের তালিকা প্রকাশ করুন। ক্ষমতাসীনদের রাঘব বোয়ালরা আপনার চোখে দুর্নীতি মুক্ত; মজলুম সাচ্ছা দেশপ্রেমিকরা আপনাদের চোখে দুর্নীতিবাজ? এটা প্রতিহিংসা। সাংবিধানিক প্রতিষ্ঠানের এমন প্রতিহিংসা বেমানান। ইনকিলাব দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিচ্ছে। দুদকের ঘরের দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের প্রতিবেদন প্রকাশ করা গণমাধ্যম হিসেবে ইনকিলাবের অপরাধ নয়। গণমাধ্যম হিসেবে এটা তাদের দায়িত্ব। ভুল বুঝে ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়। ব্যারিস্টার তাসমিয়া প্রধান অবিলম্বে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, আবু মোজাফ্ফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, ইনসান আলম আক্কাস, মানিক সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।