Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেনমার্ক বাংলাদেশের উন্নয়ন সহযোগী

শিপব্রেকিং খাতে বিনিয়োগের আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 

 ডিটিডিএ ইন্টারন্যাশনাল কনসালটেন্ট মিস লুনেলুম ক্রিস্টিয়ানসেন-এর নেতৃত্বে ডেনমার্ক ট্রেড ইউনিয়নের পাঁচ সদস্যের উচ্চতর প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা উভয় দেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র ডেনমার্ক বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে শিপব্রেকিং খাতে বিনিয়োগের আহ্বান জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিভিউ টীম মিশনের কনসালটেন্ট মাইক দাহিগার্ড, মি. জার্গেন বিল্লেতফট, ডেনিস মিনিস্ট্রি অব ফরেন-এর হেড অব সেকশন মিস লুসে কর্নভর্গ সরেনসেন, ইউনাইটেড ফেডারেশন অব ওয়ার্কারের ইন্টারন্যাশনাল কনসালটেন্ট মি. গ্যালন সোয়নসন প্রমুখ।
জশনে জুলুসের প্রস্তুতি তদারক
ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুসের প্রস্তুতি উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দান ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম তদারকি করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ