Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসীমন্ত্রীসহ প্রতিনিধি দল মালয়েশিয়ায়

পুত্রাজায়ায় মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গতকাল সোমবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করেছে। আজ ভোরে প্রতিনিধি দলটির কুয়ালালামপুরে পৌঁছার কথা। দীর্ঘ প্রতিক্ষীত মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার উন্মুক্তকরণের বিষয়ে আগামীকাল বুধবার পুত্রাজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান সাথে সফররত বাংলাদেশি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনার শহিদুল ইসলাম ও শ্রম সচিব জহিরুল ইসলাম এ প্রতিনিধি দলে অর্ন্তভূক্ত হবেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন প্রবাসী মন্ত্রী। একাধিক অভিজ্ঞ মহল আগামীকালের দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের দ্বার উন্মুচনের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছেন। প্রবাসী মন্ত্রীও সিন্ডিকেট বিহীনভাবে শ্রমবাজার চালুর ব্যাপারে অত্যান্ত সজাগ রয়েছেন। 

প্রতিনিধি দলে রয়েছেন, প্রবাসী সচিব মো. সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, যুগ্ম সচিব এমডি ফজলুল করিম, প্রধান মন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এমডি আজিজুর রহমান ও বিএমইটির পরিচালক মো. নূরুল ইসলাম।
উল্লেখ্য, দশ সিন্ডিকেটের অনৈতিক কর্মকান্ডের দরুণ ২০১৮ সনে মাহথির মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। বিগত নাজিন সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বিতর্কিত বেস্টিনেট কোম্পানীর এসপিপিএ –এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
মালয়েশিয়ার বিতর্কিত বেস্টিনেট কোম্পানীর মালিক দাতো আমিনের প্রক্রিয়ায় যাতে পুনরায় সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগের সুযোগ না দেয়া হয় এবং সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সে জন্য বায়রা মহাসচিব শামীম আহমদ চৌধুরী নোমান গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার দুজন মন্ত্রীর কাছে লিখিত ব্যাখ্যা তুলে ধরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ