Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অসুস্থ থাকাবস্থায় খোকার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:১৬ এএম

নিউইয়র্কে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার খোঁজখবর নিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আইনগত বাধা থাকলেও তিনি যেন নির্বিঘেœ দেশে ফিরতে পারেন এ জন্য ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত রোববার নিউইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেখতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সে সময় তিনি জানান, সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় খোকার দেশের ফেরার ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

জানা যায়, সাদেক হোসেন খোকাকে কয়েকটি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করতেন। প্রথমত তিনি মুক্তিযোদ্ধা ছিলেন সেজন্য পছন্দ করতেন। এছাড়া ১৯৯১ সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর খোকা গোপালগঞ্জের স্কুলগুলোর জন্য ক্রীড়া সামগ্রী বরাদ্দ অনুমোদন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই বরাদ্ধ বাতিল করে দেন। সে সময় খোকা এর প্রতিবাদ করেছিলেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ