পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একমাসেরও বেশি সময় ধরে বাজারে বাড়তি থাকা পেঁয়াজের দাম কেজি প্রতি দশ টাকা করে কমেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিদিন ২ থেকে ৩ হাজার টন পেঁয়াজ বাজারে আসছে। পেঁয়াজের বড় চালান এসে পৌঁছাতে আরো দশদিন সময় লাগবে। ওই সময়ে ভারতের ব্যাঙ্গালুর থেকে ৯ হাজার টন, মিশর থেকে ৫০ হাজার টন পেয়াজ আসবে। এছাড়া মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। আগামী দশ দিনের মধ্যে এই পরিমাণ পেঁয়াজ বাজারে পৌঁছালে দাম আরো কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ এবং এস আলম গ্রুপ বড় ধরনের পেঁয়াজের চালান আমদানির পরিকল্পনা করছে। এতে ধীরে ধীরে পেঁয়াজের দাম কমতে থাকবে। প্রতিদিনই পেঁয়াজ দেশে প্রবেশ করছে। সেক্ষেত্রে মিয়ানমার সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে। তবে মিয়ানমার থেকে কম দামে পেঁয়াজ আমদানি করে ব্যবসায়ীরা বেশি দামে বাজারে বিক্রি করছে সে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সে ক্ষেত্রে তথ্যে গড়মিল থাকতে পারে।
মন্ত্রী আরও বলেন, পেঁয়াজ নিয়ে এবারের সংকট থেকে শিক্ষা নিয়ে পরের বছর দেশে উৎপাদন বাড়াতে হবে।
###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।