Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমদানি-রফতানি শুরুবেনাপোল বন্দর

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারে প্রিন্টার ত্রুটির কারণে তৃতীয় দিনের মাথায় গতকাল সোমবার সকাল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে শুরু হয়েছে দু’দেশের মধ্যে বাণিজ্য। গত ২ দিনে আমদানি বাণিজ্য বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে বেনাপোল বন্দর। তবে বন্দরে লোড আনলোডসহ পণ্য ডেলিভারি প্রক্রিয়া সচল রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে কলমে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতো। বর্তমানে সেখানকার বন্দরে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় আমদানি-রফতানি বাণিজ্য চলছে অনলাইনে। শনিবার ভারতের পেট্রাপোল বন্দরে অনলাইনে ইন্টারনেট সার্ভারের প্রিন্টারে ত্রুটি দেখা দেয়ায় গত তিন ধরে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতের কাস্টমসের আন্তরিকতায় ম্যানুয়াল পদ্ধতিতে বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে রফতানি হচ্ছে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার দ্বীপা রানী হালদার বলেন, দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আমাদের কমিশনার মহোদয়ের আন্তরিকতায় ম্যানুয়াল পদ্ধতিতে রফতানি সচল করা হয়েছে। কিছু পচনশীল পণ্য আমদানি হয় একই পদ্ধতিতে। আমরা সার্বক্ষনিক ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। তবে তারা জানিয়েছেন, অনলাইন সিস্টেম সচল কারার জন্য কাজ চলছে। দু একদিনের মধ্যে অনলাইন সিস্টেম সচল হবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ জানান।
আমদানি বন্ধ থাকার কারণে ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে কয়েক হাজার পণ্য বাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের কাচামাল রয়েছে। আমদানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। বিকেল পর্যন্ত ৬৫ ট্রাক মালামাল আমদানি হয়েছে। রফতানি হয়েছে ৫০ ট্রাক মালামাল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ