Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিসিএলের নতুন এমডি রফিকুল মতিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:৪১ এএম

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মো. রফিকুল মতিন। গতকাল (রোববার) বিটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রফিকুল মতিন বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অতিরিক্ত দায়িত্বে টেলিযোগাযোগ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন।
ড. মো. রফিকুল মতিন ১৯৬৪ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি এবং ১৯৯১ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। মতিন ২০০৩ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (গোল্ড মেডেল প্রাপ্ত) ও ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ