Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশবান্ধব নাগরিক সুবিধা নিশ্চিতে স্থপতিদের এগিয়ে আসার আহ্বান স্পিকারের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:৪১ এএম

নাগরিকদের জীবন মান উন্নয়নে স্থপতিরা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখতে পারেন বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের আয়োজনে স্থপতিদের পাঁচ দিনব্যাপী মিলনমেলা আর্ক এশিয়া ২০ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনিএসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ। তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে নগরের ওপর চাপ বাড়ছে। দ্রæত পরিবর্তনশীল নাগরিক জীবনে পরিবেশ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থপতিদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপ‚র্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও আর্ক এশিয়ার প্রেসিডেন্ট সিঙ্গাপুরের স্থপতি রিতা সো, আয়োজনের উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি এহসান খান, সহ-সভাপতি স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুব এবং প্রধান স্থপতি কাজী গোলাম নাসির।
স্পিকার বলেন, এই সরকারের অগ্রাধিকার কর্মস‚চির মধ্যে রয়েছে ‘গ্রাম হবে শহর। গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ ২০২৪ সালে পুরোপুরি উন্নয়নশীল এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আর্ক এশিয়া বা আর্কিটেক্ট রিজিওনাল কাউন্সিল এশিয়া—এশিয়ার ২১টি দেশের স্থপতিদের শীর্ষ সংগঠন। এ বছর সংগঠনটির সম্মেলন হচ্ছে বাংলাদেশে। ২১টি দেশের দুই শতাধিক প্রতিনিধি ছাড়াও প্রায় দেড় হাজার স্থপতি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের ম‚ল আয়োজন হয়েছে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এর বাইরে মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিল, জিন্দা পার্ক ও সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরে সম্মেলনের বিভিন্ন আয়োজন থাকছে।
###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ