Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বস্ত্র ও পোশাক খাত বৃহস্পতিবার শুরু ৪ মেলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম


 একযোগে বস্ত্র ও পোশাক খাতের চারটি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। আগামী ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলা চারটি হলোÑগার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি, প্রিন্টিং প্যাকেজিং ও সাইন মেশিনারি, ডাইস পিগমেন্ট ও কেমিক্যাল এবং ইয়ার্ন ও ফেব্রিকস। গতকাল রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক খাতকে তুলে ধরতেই মেলাগুলোর আয়োজন করছে রেডকার্পেট-৩৬৫।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেডকার্পেট-৩৬৫-এর সিইও আহমেদ ইমতিয়াজ, মার্কেটিং ডিরেক্টর ফাতেমাতুজ্জোহরা, বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন, টেক্সটাইল ফোকাসের সম্পাদক এম এ ইসলাম রিয়াদ এবং বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার্স ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাফর আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ নভেম্বর দুপুর আড়াইটায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবারের মেলায় ১৪টি দেশের বস্ত্র ও পোশাক শিল্পের ডিজাইন, পেপার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ড্রাস্ট্রির সঙ্গে জড়িত সব যন্ত্রপাতি, টেকনোলজি ও অ্যাকসেসরিজ উৎপাদনকারী, সরবরাহকারী এবং আমদানিকারকরা অংশ নিচ্ছেন। তারা তাদের পণ্যের নতুনত্ব এবং এ খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন। দর্শনার্থীদের জন্য মেলা সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ