Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। গতকাল (রোববার) শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. আখতারুজ্জামানকে চার বছর মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে, ভারপ্রাপ্ত ভিসি হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকীর মেয়াদ শেষে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তাকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এবার তাকে পূর্ণ মেয়াদে নিয়োগ দেয়া হলো।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। চার বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। ঢাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ চার বছর বলবৎ থাকবে। তবে প্রেসিডেন্ট (চ্যান্সেলর) মনে করলে মেয়াদের আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও প্রো-ভিসি ড. শিরীণ আখতারকে বিদ্যালয়টির ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগের শর্তে বলা হয়েছে, তাকে প্রো-ভিসির পদ ছাড়তে হবে এবং নিয়মিত ভিসি নিয়োগ না দেয়া অথবা পুনরাদেশে না দেয়া পর্যন্ত এই নিয়োগ বলবৎ থাকবে। তবে প্রেসিডেন্ট (চ্যান্সেলর) মনে করলে যেকোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উভয় ক্ষেত্রেই নিয়োগের শর্তে বলা হয়, ভিসি পদে তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা প্রাপ্য হবেন। তবে বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ