Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ ডিসেম্বরের মধ্যে ঢাকা মহানগর আ.লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণভবনে ডেকে এ নির্দেশ দেন তিনি।

গতকাল সকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলহত্যা দিবসের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় মহানগর নেতাদের এ বার্তা দেন কাদের। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে কাউন্সির করতে নির্দেশ দেন তিনি। গণভবন সূত্র ও ধানমন্ডির ৩২ নম্বরে উপস্থিত মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা ইনকিলাবকে এ তথ্য জানিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতার হোসেন ইনকিলাবকে বলেন, সকালে জেলহত্যা দিবসের ফুল দেয়ার সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহানগর নেতাদের দ্রুততম সময়ে কাউন্সির করার কথা বলেন। প্রথম দিকে তিনি ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কাউন্সিল করার কথা বললেও পরে তা আরও এগিয়ে নিতে বলেন।

সেখানে উপস্থিত একাধিক নেতা বলেন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে ডেকে সম্মেলনের প্রস্তুতির নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ সময় মহানগর আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।দলের একটি সূত্র বলছে, ১৫ ডিসেম্বরের মহানগর সম্মেলন হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০ ও ২১ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ