Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ করবে জিই

বিপিডিবি-এর সাথে জিই’র চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জিই পাওয়ার (এনওয়াইএসই:জিই), অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে সেবা প্রদান এবং রক্ষণাবেক্ষণ সুবিধা দিতে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে প্রথমবারের মতো দীর্ঘ মেয়াদী রক্ষণাবেক্ষণ চুক্তি স্বাক্ষর করলো। এই পাঁচ বছর মেয়াদী চুক্তিটির আওতায় বাংলাদেশের ভোলায় ২২৫ মেগাওয়াট কম্বাইনড-সাইকেল-গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত দুইটি টারবাইন ইউনিট জিই ৬এফ.০৩-এর জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জিই থেকে বিভিন্ন যন্ত্রাংশ এবং সেবা সরবরাহ করা হবে।
গতকাল রোববার জিই পাওয়ার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্বীপ অঞ্চলটির নির্ভরযোগ্য বিদ্যুতের ঘাটতি প‚রণের লক্ষ্যে ভোলার বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয় এবং ২০১৫ সাল থেকে কেন্দ্রটি পরিচালিত হয়ে হচ্ছে। ২ লাখ ৭০ হাজার ঘরে সরবরাহের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন করা হবে।
বিপিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন,আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো সবসময় নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে যেন বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য আমরা সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করছি। তিনি বলেন, সকলের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে, আমাদের জিই-এর মতো বিশ্বস্ত অংশীদার প্রয়োজন। জিই সাউথ এশিয়া, গ্যাস পাওয়ার সিস্টেমস-এর সিইও দীপেশ নন্দ বলেন, পাওয়ার প্ল্যান্টের জন্য সুযাগ-সুবিধা বৃদ্ধির জন্য বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ খাতে বিভিন্ন উন্নয়ন করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ