Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি কে শামীমকে দুদকে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জন মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় জিকে বিল্ডার্সের মালিক গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৭ দিনের রিমান্ডের আওতায় গতকাল প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন তার ৭ দিনের রিমান্ড অনুমোদন করেন। রিমান্ডের আওতায় গতকাল তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিকটস্থ রমনা থানা পুলিশ হেফাজতে রেখে দেয়া হয় বলে জানা গেছে। আজ (সোমবার) তাকে আরো জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এছাড়া দুদকের পৃথক মামলায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়াকেও আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। জিকে শামীমকে জিজ্ঞাসাদের বিষয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, প্রাথমিক অনুসন্ধানে শামীমের ২৯৭ কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। এর ওপর ভিত্তি করেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে মোট সম্পদের পরিমাণ জানার চেষ্টা করা হবে। দেশে-বিদেশে ঠিকাদার জিকে শামীমের কত সম্পদ আছে, সেটি খতিয়ে দেখতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর জিকে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলা করেন। ২২ অক্টোবর শামীমকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। দুদক ছাড়াও শামীমের বিরুদ্ধে মাদক এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ