Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে গলাবাজি করছে

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিল নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে। তিনি বলেন, খালেদা জিয়া শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছে। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে এবং সুচিকিৎসা পাচ্ছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন সড়ক পরিবহন নিরাপত্তা আইন বাস্তবায়ন হওয়ায় বিআরটিএর কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হতো তাহলে মির্জা ফখরুলসহ বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বর্তমান সংসদকে অবৈধ বলা হলে বিএনপির যে ৭ জন সংসদে যোগ দিয়েছেন তাহলে ওই ৭ সংসদ সদস্যও অবৈধ। তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে গলাবাজি করছে। বিএনপি বারবার আন্দোলনের ডাক দেওয়ার পরও জনগণ সাড়া না দেওয়ায় আন্দোলনে ব্যর্থ, নেতৃত্বে ব্যর্থ হয়ে তারা এখন নালিশ করছে মানুষের কাছে। নালিশ করা বিএনপির একটি রোগে পরিণত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সারাদেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে। এরইমধ্যে জেলা ও তৃণমূল পর্যায়ে ভ‚মিদস্যু মাদক ব্যবসায়ী সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

মন্ত্রী বলেন, নতুন সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এ আইন এক নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। সড়ক পরিবহন আইন কার্যকর করার জন্য সারাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী সাতদিন এই সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এই সময় কোন পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করার জন্য বলা হয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যান ড. আহসানুল করিম, পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মো. হারুন অর রশিদসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



 

Show all comments
  • ahammad ৩ নভেম্বর, ২০১৯, ৩:০৯ এএম says : 0
    জনাব,কদের সাহেব আসলে গলা বাজ বা ছাপা আসলে কে ??? বকে হাত রেখে বলতে পারবেন কি ????
    Total Reply(0) Reply
  • মজলুম জনতা ৩ নভেম্বর, ২০১৯, ৯:৩৬ এএম says : 0
    বি এন পি আন্দলন করতেই পারে নাই ব্যার্থ হওয়ার প্রশ্নই আসেনা।তারা বসে আছে আপনারা দূর্নিতীর ভারে তলিয়ে যাবন সেই সুবাদে খমতায় আসবেন।আন্দলন করে তারা খমতায় আসবে? সেটা বাতূলের কল্পনা মাত্র।তাদের পূজীঁ সস্তা জনপ্রিয়তা।তাতে ও ধস নামতে সুরুকরেছে।দুর্নিতী দমনে হিম্মত দেখান ।তা হলে সে গুড়ে......।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ৩ নভেম্বর, ২০১৯, ১০:০০ এএম says : 0
    BNP, andolone bertho noy apnara shoirachari style desh chalaitesen polish bahini dia birodhi dolke shova shomiti korte denna jodio jor korte jai apnader polish bahini faka goli noy shoja shoji manusher opor goli chalan, joghonno vabe mar dhor dhorpakor koren o mittha mamla daer koren,goto kalke bnp neta Alal shaheb kishorgonje giasen shova korte kintu polish bahini take onnano neta kormider bnp karjjoloy ghere rekhe bahir hote den nai,kintu Bnp jokhon khomotai silo tokhon apnara dibbi shova shomiti andolon koresen ebong rajpothe apnara logi dia manush mariasen, eaikhane promanito hoy na je BNP eakta shanto purnno gonotontrik dol?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ