Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের সম্মেলনে বিদেশি অতিথি আসছেন না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিলে কোনও বিদেশিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে আগামী বছর শুরু হতে যাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বিদেশিদের আমন্ত্রণ পাঠানো হবে। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভায় কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমÐলীর সদস্য মোহাম্মদ নাসিম এ তথ্য জানান। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। আর আগামী বছর ১৭ মার্চ থেকে বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে।

মোহম্মদ নাসিম বলেন, যেহেতু আগামী বছরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয় রয়েছে, সেখানে আমরা বছরজুড়ে নানা আয়োজনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাবো। তাই আসন্ন সম্মেলনে আলাদা করে কোনও বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। তবে এখানে দায়িত্বরত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা থাকবেন।
বিদেশি অতিথি না থাকায় অভ্যর্থনা উপকমিটির কাজ এবার কিছুটা কম উল্লেখ করে তিনি বলেন, এবার আমাদের কাজ কম। বিদেশি অতিথিরা এলে আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। সেটা এবার করতে হচ্ছে না। তবে আমাদের দেশের যে অতিথি, তাদের জন্য কাজ করতে হবে।

অভ্যর্থনা উপকমিটির অনুষ্ঠানে নাসিম বলেন, শত প্রতিকূলতার মধ্য দিয়ে আওয়ামী লীগ আজ এ অবস্থায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বের গুণে সারাবিশ্ব এখন তাকে চেনে। সামনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে এবং সংগঠনকে গতিশীল করতেই এবারের সম্মেলন। জনগণই আমাদের শক্তির উৎস। এ ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।

বিএনপি’র সমালোচনা করে নাসিম বলেন, বিএনপি-জামায়াত জোট দেশের মানুষের ওপর যে তান্ডব চালিয়েছে, অপকর্ম করেছে, তার ফল এখন তারা ভোগ করছে। পাপের ফল ভোগ করছে, পাপ বাপরে ছাড়ে না। অনুষ্ঠানে আওয়ামী অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ও শিক্ষামন্ত্রী ডা. দীপুু মণি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Alam Alam ৩ নভেম্বর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    দাদা বাবুরা আসতেছেনা
    Total Reply(0) Reply
  • Wong Lee ৩ নভেম্বর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    গুলি খেয়ে মরতে আসবে
    Total Reply(0) Reply
  • Md Rahat Hossen ৩ নভেম্বর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    বিদেশী অতিথি আসা লাগবে কি জন্যে,,এমনেইতো কয়েকটা এলিয়েন আছে
    Total Reply(0) Reply
  • Habib Raja ৩ নভেম্বর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    যদি আসে তাহলে একমাত্র ভারতীয় অতিথি আসবে
    Total Reply(0) Reply
  • Md Shahin Islam ৩ নভেম্বর, ২০১৯, ১:০৯ এএম says : 0
    অবৈধ স্বৈরচারী সরকারের চেহারা যদি বের হয়ে যায়।তাহলে তো জবাব দেওয়া লাগবে।
    Total Reply(0) Reply
  • Abdul Hakim Ajad ৩ নভেম্বর, ২০১৯, ১:১০ এএম says : 0
    ভারতের দাদাদের আনা উচিৎ ছিলো, তারা তো আমাদের বন্ধ রাষ্ট্র যাইহোক তারাতো দিনের ভোট রাতের ব্যাপারে কিছু বলবেনা
    Total Reply(0) Reply
  • RS Roven ৩ নভেম্বর, ২০১৯, ১:১০ এএম says : 0
    আমন্ত্রণ জানালেও আসবে বলে মনে হয় না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ