Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমাম-আলেম নিয়ে কাজ করায় বাংলাদেশে জঙ্গি কর্মকান্ড কমেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

‘বিচারবহির্ভূত হত্যাকান্ড’ বাংলাদেশে জঙ্গিবিরোধী সফলতাকে সমালোচনার মুখে ফেললেও বাংলাদেশে ২০১৮ সালে পূর্বের তুলনায় জঙ্গি কর্মকান্ডের প্রবণতা ও বিস্তার কমেছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও জঙ্গিবাদ দমনে জাতীয় কমিটি ইমাম ও মাওলানাদের (আলেম) নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম চালানোর জন্য। এছাড়াও পুলিশও জঙ্গিবিরোধী প্রচারণা মোকাবিলায় ধর্মীয় নেতাদের সহযোগিতা নিচ্ছে। কমিউনিটি পুলিশ কার্যক্রমও অব্যাহত রয়েছে। স্থানীয় বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান ও শিক্ষার্থীদের সহিংস জঙ্গিপন্থায় জড়িয়ে পড়া ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পহেলা নভেম্বর (গত শুক্রবার) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১৮’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সারাবিশ্বের সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতার চিত্র তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ শীর্ষক এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের নিরাপত্তাবাহিনী পরিকল্পিত হামলা ঠেকাচ্ছে, সন্দেহভাজন জঙ্গি নেতাদের গ্রেফতার আর অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করছে। জঙ্গি ও জঙ্গিদের অভয়ারণ্য গড়ে তোলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। তবে জঙ্গি ও সন্ত্রাসীদের বিচারের প্রতিবন্ধকতা ও অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকান্ড জঙ্গিবিরোধী ব্যাপক সফলতাকে সমালোচনার মুখে ফেলে দিয়েছে।

মার্কিন য্ক্তুরাষ্ট্রের ওই প্রতিবেদনে বলা হয় ২০১৮ সালে আলাদা ঘটনায় এক সেক্যুলার লেখক হত্যাকান্ডের শিকার ও অপর এক বিশ্ববিদ্যালয় শিক্ষক মারাত্মক আহত হয়েছে। ১১ জুন মুন্সিগঞ্জে সেক্যুলার লেখক ও রাজনৈতিক কর্মী শাজাহান বাচ্চুকে হত্যা করে সন্দেহভাজন সন্ত্রাসীরা। এছাড়া ৩ মার্চ নিজেকে আল-কায়েদা সংশ্লিষ্ট গ্রুপের সদস্য দাবি করা একব্যক্তি সিলেটের এক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা করে। তাকে ‘ইসলামের শত্রু’ আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এই দুটি ঘটনার পরও ওই বছর বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ও প্রবণতা কমেছে।

‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি কর্মকান্ডের জন্য বাংলাদেশ সরকার সবসময় স্থানীয় জঙ্গিদের দায়ী করেছে। এরপরও ২০১৫ সাল থেকে বাংলাদেশে প্রায় ৪০টি হামলার ঘটনার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনগুলো তাদের মতাদর্শ প্রচারের জন্য এবং বাংলাদেশ থেকে অনুসারী সংগ্রহের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট বেশ কিছু প্রকাশনা, ভিডিও ও ওয়েবসাইটে বাংলাদেশি যোদ্ধাদের কথা উঠে এসেছে। আরো বলা হয়; ২০১৮ সালেও বাংলাদেশের বিচারব্যবস্থা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন পূর্ণরূপে বাস্তবায়নের প্রক্রিয়ায় ছিল। আইনটিতে ২০১২ ও ২০১৩ সালে সংস্কার আনা হয়। ৫ এপ্রিল সরকার বাংলাদেশে প্রথমবারের মতো দুটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে ট্রাইব্যুনাল দুটি গঠন করা হয়। বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে বিদেশি যোদ্ধা নিয়োগ ঠেকানোর পদ্ধতিগত সীমাবদ্ধতা থাকলেও দেশটি বিদ্যমান আইনের অধীনেই সন্দেহভাজন বিদেশি যোদ্ধা ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত ও প্রবেশ বন্দরে নিয়ন্ত্রণ জোরালো করতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের উদ্বেগ বহাল থাকলেও ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে তাদের মানের ৭৭ দশমিক ৪৬ শতাংশই পূরণ করে এটি। ২০১২ সালে সর্বশেষ জরিপের সময় থেকে এই মান ২৬ শতাংশ বেড়েছে। বাংলাদেশ আইনপ্রয়োগ সংক্রান্ত তথ্য ইন্টারপোলের সঙ্গে ভাগাভাগি করলেও দেশটির কোনও সুনির্দিষ্ট ওয়াচলিস্ট নেই। এছাড়া তাদের কোনও মিথস্ক্রিয়ামূলক এপিআই সিস্টেম নেই। এতে আরও উল্লেখ করা হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ বাংলাদেশ পুলিশের অন্য সব সংস্থা সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতার অব্যাহত রেখেছে। এসব অভিযানে অনেক সন্দেহভাজন নিহত হয়েছে, অনেক সময় এগুলোকে ‘ক্রসফায়ার’ বা ‘শুটআউট’ বলে অভিহিত করা হয়।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবিরোধী কর্মসূচির সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে এবং সঙ্কট মোকাবিলা, প্রমাণ সংগ্রহের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছে।



 

Show all comments
  • Md Miah Amin ৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৩ এএম says : 0
    এরা প্রশাংসা করলে সন্দেহ লাগে
    Total Reply(0) Reply
  • Optimistic Talukdar ৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৪ এএম says : 0
    তার মানে বাংলাদেশে জঙ্গির অস্তিত্ব রয়েছ।
    Total Reply(0) Reply
  • Nanto Dhar ৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    কিছু দিন আগে খবরে দেখলাম বাংলাদেশ আমেরিকা থেকে অস্ত্র কিনতে চুক্তি করছে তাই একটু পাম দিচ্ছে
    Total Reply(0) Reply
  • Md Nobir Hoshen ৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    সাথে এটাও বলতে হতো আমরা এদেশে আর আগেরমত এগুলো করতে পারি না!!!
    Total Reply(0) Reply
  • সাগর মাহমুদ ৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    যুক্তরাষ্ট্র জঙ্গিদের বাপ।
    Total Reply(0) Reply
  • MD Monjur Elahi ৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    ওটাতো সাজানো নাটক ছারা আর কিছু নয়
    Total Reply(0) Reply
  • Azhar ৩ নভেম্বর, ২০১৯, ২:২০ এএম says : 0
    Bangladeshi current government never work with Islamic believer even and they shoot everybody who try to raising Islamic. However, terrorists would be ended in few years, no doubt.
    Total Reply(0) Reply
  • মজলুম জনতা ৩ নভেম্বর, ২০১৯, ৭:২৭ এএম says : 0
    আলেম ওলামার পরামের্শ কাজ করলে সুফল হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ