পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের অগোচরে সিলেট যুবদলের আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করায় বিএনপির থেকে পদত্যাগ করছেন সিলেট বিএনপির ৪ প্রভাবশালী নেতা। তারা পদত্যাগ পত্রে স্বাক্ষর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন বলে দলের স্থানীয় একটি সূত্র জানিয়েছে। শুক্রবার জেলা ও মহানগর আহŸায়ক কমিটি গঠনের পরপরই যুবদল ও বিএনপি নেতাদের মধ্যে এ ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে শুক্রবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় সভা করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
ওই সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সভায় বিএনপির ও যুবদলের অবমূল্যায়িত নেতাকর্মীরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলে তাদের থামিয়ে দেন কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মেয়র আরিফুল হক চৌধুরী ও ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিদ্ধান্ত নেন তারা নিজেরাই দলের কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করবেন। পরে তাদের সাথে সংযুক্ত হন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সামছুজ্জামান জামান। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারাও গণপদত্যাগ করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, শুক্রবার সিলেট জেলা ও মহানগর যুবদলের যে কমিটি গঠন করা হয়েছে এতে দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতি করা কেউ ঠাই পাননি। ঠাই পেয়েছেন বিশেষ একজন কেন্দ্রীয় নেতার অনুসারীরা। এর প্রেক্ষিতে বিএনপির তিন কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, আরিফুল হক চৌধুরী ও ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী দলের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দলীয় কর্মকাÐ দীর্ঘদিন ধরেই সঠিকভাবে চলছিলো না। বিশেষত বিভিন্ন কমিটি গঠনের ব্যাপারে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বিশেষ ব্যক্তির ইচ্ছায় কমিটি হয়ে যাচ্ছে। আমরা লিখিতভাবে বিষয়টি দলীয় মহাসচিবকে অবহিত করবো। এসবের প্রতিকার চাইবো। লিখিতভাবে জানানোর পরও কোনো সুরাহা না হলে আমরা দলের কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেবো।
তিনি আরো বলেন, অতীতে সিলেটে বিএনপির যেকোন অঙ্গসংগঠনের কমিটি করা হলে স্থানীয় নেতাদের সাথে আলোচনা করে করা হত। কিন্তু এবারের কমিটির ব্যাপারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, তাহসিনা রুশদী লুনাসহ কারো সাথে যোগাযোগ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।