Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলনের বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলনের বিকল্প নেই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে সরকার তাকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করছে।
গতকাল শুক্রবার খিলক্ষেতস্থ জাগপার দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী রুহের মাগফেরাত কামনায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। জাগপা ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, প্রিন্সিপাল হুমায়ূন কবির, আ স ম মিজাবাহ উদ্দিন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, ডা. আওলাদা হোসেন শিল্পী, এম এ হাফিজ সালাউদ্দিন মিঠু।
সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার ডিজিটাল কায়দায় দেশে বাকশাল কায়েমের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।



 

Show all comments
  • মজলুম জনতা ২ নভেম্বর, ২০১৯, ৯:৫৮ এএম says : 0
    আপনারা রাজপথে আন্দলনে নামুন, পেয়াঁজের দর আকাশ চুম্বি।কই একটা মিছিল ও তো নজরে পড়লোনা।তা হলে কি আসন ভাগাভাগী রাজনিতি?জনগনের জন্য নয়??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ