পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, এই কনসেপ্টকে (ধারণা) বিশ্বাস করে ঢাকা শহরকে একটি সুন্দর রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। অসা¤প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে আমাদের সবাইকে।
গতকাল শুক্রবার রাজধানীর বনানী পূজা মাঠে গারো স¤প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, এ বনানী মাঠে একই জায়গায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান স¤প্রদায় সকলের প্রোগ্রাম হয়। এর মাধ্যমেই প্রমাণ হয়। বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক দেশ।
তিনি বলেন, আমি মনে করি, এ অসা¤প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে আমাদের সবাইকে। আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে, আমরা একই জাতি। ধর্ম-বর্ণ সবকিছু ভুলে গিয়ে একজন আরেকজনকে যেন ভালবাসতে পারি।একজন আরেকজনকে শ্রদ্ধা করতে পারি। মেয়র বলেন, আজকে অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। গারো স¤প্রদায়ের এ সংস্কৃতি যদি না দেখতাম তাহলে জানতে পারতাম না গারোদের এমন একটা অনুষ্ঠান হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গারোদের কালচারাল প্রোগাম সম্পর্কে জানতে পারত না। ‹
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং, ডিএনসিসি›র ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল সহ গারো স¤প্রদায়ের লোকজনেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।