পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সাধারণ সম্পাদক শ্রী রাম মাধব। গতকাল সন্ধ্যায় কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবম বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগে অংশ নিতে শ্রী রাম মাধব কক্সবাজার আসেন।
বৈঠকে মেয়র ভারতকে বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বলেন, ভারত বাংলাদেশের উন্নয়নের সহযোগী রাষ্ট্র। উন্নয়নের এই সহযোগিতা আগামী দিনেও অব্যাহত রাখবে বলে সিটি মেয়র প্রত্যাশা রাখেন।
মেয়র বলেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী।
চট্টগ্রাম পাহাড়, পর্বত, নদী সমতল পরিবেষ্টিত একটি নান্দনিক শহর। এই শহরকে পরিকল্পিতভাবে সাজানোর পাশাপাশি বিনিয়োগ বান্ধব বর্তমান সরকারের লক্ষ-কোটি টাকার মেগা প্রকল্পের কথা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদককে অবহিত করেন।
বিশেষ করে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল, মীরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারায় শিল্পনগর, কক্সবাজারের মাতারবাড়ীতে জ্বালানি হাব, চট্টগ্রাম-কক্সাজার রেল লাইন নির্মাণের কথা তুলে ধরেন মেয়র।
শ্রী রাম মাধব ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সাক্ষাৎকালে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে তারা আলোচনা করেন। বৈঠকে শ্রী রাম মাধব সিটি মেয়রকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।