Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে তিন মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম


বরিশালে র‌্যাব-৮ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে গতকাল গাঁজাসহ এক দম্পতি ও অপর একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন মো. সিরাজ মিস্ত্রী (৪০) ও তার স্ত্রী শিউলী বেগম (৩৫) এবং অনিক ডাকুয়া (২৮)।

র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সকালে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে সিরাজ মিস্ত্রী ও তার স্ত্রী শিউলী বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে কোস্টগার্ড আধাকেজি গাঁজাসহ গ্রেফতার করেছে অনিক ডাকুয়া নামে আরেক যুবককে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ