পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারাদেশে গতকাল থেকে মাসব্যাপী দাওয়াতী কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন শুরু করেছেন। ৩০ নভেম্বর পর্যন্ত একযোগে এ দাওয়াতী কার্যক্রম চলবে। এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলদেশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। দাওয়াতী মাস উপলক্ষে সংগঠনের পরিচিতি পোস্টার, হ্যান্ডবিল ও সদস্য ফরম বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত মাসব্যাপী দাওয়াতী মাসের আনুষ্ঠানিক উদ্বোধনকালে দলের এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতিবাজ চরিত্রহীন লুটেরা ক্যাসিনোগ্রস্ত নেতানেত্রীদের আনুগত্য পরিহার করে ফিরে আসতে হবে আল্লাহর রাসূল (সা.) এর তরিকায়। আপোসহীন আদর্শিক ধারায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দাওয়াত নিয়েই আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সংগঠনের দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আনোয়ার হোসেন ও মাওলানা এবিএম জাকারিয়া। এ সময় শত শত মানুষ সদস্য ফরম পূরণ করে মহাসচিবের হাতে ইসলামী আন্দোলনের সদস্য হন।
এদিকে, দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই কক্সবাজার জেলা সদরে দাওয়াতী কার্যক্রমে অংশ নেন। এ সময় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ লাইন ধরে ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে সদস্যপদ গ্রহণ করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমান সমাজ ব্যবস্থা মানুষের অধিকার দিতে ব্যর্থ হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই মানবতার সার্বিক মুক্তি নিহিত। তিনি বলেন, ইসলাম ছাড়া প্রচলিত মানবরচিত মতবাদে শান্তি নেই। তিনি সারাদেশের সকল শাখাকে ব্যাপক দাওয়াতী কার্যক্রমে অংশ নেয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।