Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজব ছড়ানোর অপরাধে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম


 ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে শাহীন খন্দকার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় র‌্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, গ্রেফতার শাহীন দীর্ঘদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতাদের সম্পর্কে অশ্লীল, বানোয়াট তথ্য ও গুজব ছড়িয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি কথিত মানবাধিকার সংগঠনের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার শাহীন নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার কাছ থেকে নাম-পরিচয়হীন একটি মানবাধিকার সংগঠনের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনি ভুয়া সাংবাদিক বলেও র‌্যাব জানায়। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ