Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজরিন ফ্যাশনের শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি

প্রেসক্লাবের সামনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম


দুর্ঘটনার সাত বছর পেরিয়ে গেলেও আশ্বাস দেওয়া সাহায্য পাননি তাজরিন ফ্যাশন লিমিটেডের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমন অভিযোগ জানিয়ে শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকা-ে তাজরিন ফ্যাশনের ১১৩ জন শ্রমিক নিহত হন। এতে আরও অনেকে আহত হয়েছেন। ওই সময় সরকার, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক, বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্যে-সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও কোনও প্রকার সাহায্য-সহযোগিতা পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। বক্তারা শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ ১১৩ শ্রমিক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তারা আরও বলেন, আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরণা দিয়েছি। কেউ আমাদের কোনও ধরনের সাহায্য সহযোগিতা করেনি। মিডিয়ায় শিরোনাম হওয়ার জন্য ঘোষণা দিলেও বাস্তবে তারা ধরা ছোঁয়ার বাইরে থাকেন। এরই মধ্যে অনেক শ্রমিক পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের কোনও প্রকার ক্ষতিপূরণ দেওয়া বা পুনর্বাসন করা হয়নি। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক বাহারানে সুলতান বাহার, শ্রমিক নেতা ফরিদ খান, মোহম্মদ মোস্তফা, জরিনা আক্তার, শামীম আহমেদ, রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ