Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আসল জাসদ নকল জাসদ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ২:২২ এএম

দেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত রাজনৈতিক দল জাসদের তিন খন্ডই গতকাল পালন করেছে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। তবে কোনটা আসল জাসদ আর কোনটা নকল জাসদ বলা দুস্কর। যদিও একটি গ্রুপের নেতা হাসানুল হক ইনু আসল আর নকল জাসদ নিয়ে বয়ান করেছেন।

ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী করেন ১৪ দলীয় জোটের শরীক জাসদ হাসানুল হক ইনু গ্রুপ, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠান করে ১৪ দলীয় জোটের অপর শরীক জাদস সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আ স ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচায বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাসদ ইনুর আলোচনা সভা ও পুনর্মিলনীতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী প্রমুখ।

এদিকে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমূখ।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সভায় হাসানুল হক ইনু বলেছেন, বাজারে বাটা জুতার নকল করে বালা, বামা ইত্যাদি নামে নকল জুতা আছে। বাজারের সব জুতাই যেমন বাটা জুতা না, সব লেনিন যেমন লেনিন না। তেমন সব জাসদই জাসদ না। জাসদ নামে যারা বিএনপি-জামায়াতের সাথে রাজনৈতিক পার্টনারশীপ করে বা বিএনপি-জামায়াতের সাথে সুর মিলিয়ে কথা বলে তারা আর যাই হোক জাসদ না। তিনি বলেন, শেখ হাসিনার শুদ্ধি অভিযান প্রমাণ করেছে দুর্নীতিবাজ-লুটেরা-অপরাধীরা যত ক্ষমতাবানই হোক না কেন, তাদের গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন তারা কেউই ধরা ছোয়ার বাইরে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ