Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরহানউদ্দিনে সংঘর্ষ বিপ্লবসহ ৩ জনকে কারাগারে প্রেরণ

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৬ এএম

ভোলায় মহানবী (স.) কে অবমাননার দায়ে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার বিপ্লব চন্দ্র শুভ, শরীফ ও ইমনকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার রাতে রিমান্ড শেষে আদালতে হাজির করার পর আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোহাইমিনুল হক জানান, বুধবার রাতে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালতে বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, রাফসান ইসলাম শরীফ ও মো. ইমনকে রিমান্ড শেষে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, আমরা আসামিদের পক্ষে জামিনের আবেদন করেছি। আগামী রোববার শুনানি হলে আমরা আসামিদের জামিন পাব বলে আশা করি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ