পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোর বিজিবি’র পৃথক দু’টি অভিযানে বৃহস্পতিবার ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোষ্ট ও সাদীপুর থেকে ৩ কোটি টাকারও বেশি ৬৯টি স্বর্ণের বারসহ দুই পাচারকারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নজরুল ইসলাম জানান, আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মো. আশেক আলীর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে যশোর হতে বেনাপোলগামি একটি লোকাল বাস তল্লাশি করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে এক পাচারকারির দেহ তল্লাশি করে ২.৩২৯ কেজি (২০ টি স্বর্র্ণের বার) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ষোল লাখ পয়তাল্লিশ হাজার টাকা। আটক আসামি মো. নুরুল ইসলামের বাড়ি বেনাপোলের পোড়াবাড়ী গ্রামে। অপরদিকে ভারতে স্বর্ণ পাচারের অন্যতম রুট বেনাপোলের সাদীপুর সীমান্ত গ্রামে বিজিবির নায়েক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনাকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাই সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বেলতলা মোড় থেকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।