Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিকম্প-পরবর্তী যৌথ অনুশীলন DREE--২০১৯ সমাপ্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৬ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে Disaster Response Exercise and Exchange (DREE)-২০১৯ শীর্ষক বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন গতকাল ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক(অব.) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধানগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সামরিক উপদেষ্টাও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুশীলনটিতে ২৩৭ টি বিভিন্ন সংস্থা হতে ৫০০ এর বেশি অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। অনুশীলনটি ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একযোগে ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হয়েছে।-আইএসপিআর

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ