Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙা যাবে না পাখির বাসা

হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

খোর্দ্দ বাউসা গ্রাসের আমবাগানের পাখির বাসা কখনো ভাঙা যাবে না। এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামকে কেন অভয়ারণ্য ঘোষণা করা হবে না-এই মর্মে রুল নিশি জারি করা হয়েছে। অভয়রাণ্য ঘোষণা করা হলে ওখানকার আমবাগান ইজারাদারদের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে তা ৪০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেয়া হয়। এর আগে গত ২৯ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘পাখিদের বাসা ছাড়তে সময় দেয়া হলো ১৫ দিন’ শীর্ষক সংবাদের কাটিং উপস্থাপন করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, পাখির বাসা ছাড়ার সময় দেয়া হয়েছে ১৫ দিন। এর মধ্যে পাখিরা বাসা না ছাড়লে তাদের বাসা থেকে নামিয়ে দেয়া হবে। এমনকি তাদের বাসা ভেঙেও দেয়া হবে। ঘটনাটি রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের। কয়েক হাজার শামুকখোল পাখি এই হুমকির মুখে পড়েছে। গতকালের শুনানিতে সরকারপক্ষে শুনানিতে অংশ নেন সহকারি এটর্নি জেনারেল সামীউল আলম সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ