পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ছাদ থেকে কাপড়ে মোড়ানো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন। বুধবার সকালে হলের কর্মচারীরা ছাদ পরিষ্কার করতে গেলে এসব অস্ত্রের খোঁজ পান। পরে হল প্রশাসন এগুলো উদ্ধার করে। এতে রয়েছে ১০টি রাম দা, ২টি ছুরি ও ২টি লোহার পাইপ। এ বিষয়ে হল প্রশাসন থেকে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হল প্রভোস্ট প্রফেসর মো. নিজামুল হক ভূঁইয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হল প্রভোস্ট বলেন, ‘সকালে হলের পরিচ্ছন্নতা কর্মীরা একটি কাপড়ে মোড়ানো প্যাকেট দেখতে পেয়ে প্রশাসনের কাছে খবর দেয়। পরে কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এসব উদ্ধার করা হয়। আমরা উদ্ধারকৃত অস্ত্র প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি।’
প্রফেসর মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘বহিরাগত ও অছাত্রদের বিতাড়নের অভিযানের মুখে হলের কেউ সেগুলো ছাদে রেখে গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে হলের দুইজন আবাসিক শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ অস্ত্র উদ্ধারের পর হল প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বহিরাগত সনাক্ত করে ৩৫২, ৪০১, ৪১৭ ও ৪৩৭ নাম্বার কক্ষ সিলগালা করে দেয়। এরআগে চলতি মাসের ৮ তারিখ সন্ধ্যায় হলটির ১২১ নাম্বার কক্ষ থেকে শর্টগান, ধারালো দেশি অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করা হয়। পরে এ ঘটনায় ৪ ছাত্রলীগ নেতাকে বিশ^বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. একে এম গোলাম রব্বানী এ বিষয়ে বলেন, ‘প্রক্টরিয়াল টিমের মাধ্যমে উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হল প্রশাসনের তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে বিশ^বিদ্যালয় বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।