পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলার বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে চৌধুরী বাড়ির সুপারি বাগানে শাকিল (২২) নামে এক যুবককে গলায় রশি লাগিয়ে হত্যার চেষ্টা করেছে তারই বন্ধুরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে। তার বাড়ি ভোলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত দশটার দিকে ভোলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবু সুফিয়ানের ছেলে শাকিলকে (২২) খেয়াঘাট এলাকা থেকে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সাচড়া ইউনিয়নে নিয়ে আসে বন্ধুরা। পরে তাকে মারার উদ্দেশে ওই এলাকার চৌধুরী বাড়ির নির্জন সুপারির বাগানে নিয়ে যায়। বন্ধুরা তার গলায় রশি লাগানোর পর শাকিলের চেতনা ফিরে আসে। এসময় তার চিৎকারে সুপারি বাগানের পাহাড়াদার স্থানীয় বাসিন্দা মান্নান গাজী এবং নুরনবী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিলে এসআই শফিকুলের নেতৃত্বে একদল পুলিশ তাকে থানায় নিয়ে যায়। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।