পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ১ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাত্র ২ দিন আগে সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীরা বিস্মিত হয়েছেন। সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন ৫ জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ৪ জন।
জানা যায়, আগামী ১নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন এই নিয়ে নেতাকর্মীদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছিল। সম্ভাব্য প্রার্থীরাও দলীয় নেতাকর্মীদের মন জয়ে ব্যস্ত সময় পাড় করেছেন। কোন কোন প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। সভাপতি প্রার্থী যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং তোরণে ঢেকে যায় গোটা আখাউড়া। তার সমর্থনে পৌরশহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ করা হয় দেড় শতাধিক তোরণ। অন্তত ৩শ’ ফেস্টুন ও ব্যানার লাগানো হয় বিভিন্ন স্থানে। নির্বাচনের শুরু থেকেই এই যুবলীগ নেতা আলোচনায় ছিলেন। হঠাৎ সম্মেলন হওয়ায় তার ভক্ত-সমর্থকরা অনেকটাই হতাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।